বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে শিবিরকর্মী আটক

 

আরিফুর হক বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে আরিফুর হক নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাস থেকে সোমবার (২১ আগস্ট)  বিকালে তাকে আটক করা হয়।  সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিবিরকর্মী আরিফুর হকের ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রাবাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরিফ নামের এক শিবিরকর্মীকে জিজ্ঞসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।’

আরিফ বরিশালের আমতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী বলেন, ‘বঙ্গবন্ধুর ছবির সঙ্গে এক মডেলের ছবি দিয়ে আরিফ লিখেছে সেলিব্রেটিরাও তাকে ফলো করে। বিষয়টি আমাদের কর্মীদের চোখে পড়ে। পরে তার কাছে এমন কাজ কেনও করলো—জানতে চাওয়া হয়। এক পর্যায়ে আমরা প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার ও হোস্টেল সুপারসহ সেখানে যাই। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আরিফ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ওসমানী মেডিক্যালের ৫৪ তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র।’