সুন্দরবনকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বনদস্যুদের পুনর্বাসনের চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুন্দরবনকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে আনার চেষ্টা চলছ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আত্মসমর্পণ করা বনদস্যুদের সব রকমের সহায়তা দেওয়া হবে। আর যারা এখনও দস্যুতা চালাচ্ছে তাদের কোনও ক্রমেই দস্যুতা চালাতে দেওয়া হবে না।’

বুধবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করা বনদস্যুদের পুনর্বাসনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের দস্যুদের সাদুবাদ জানাই। যারা এখনও সুন্দরবনে দস্যুতা করছেন। তারা যেন দ্রুত সময়ের মধ্যে ফিরে আসেন।  নাহলে তাদের পরিস্থিতি হবে ভয়াবহ।’

তিনি আত্মসমর্পণকারী বনদস্যুদের উদ্দেশে বলেন, ‘যারা খুন ও নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত— তারা ছাড়া অন্য সব বনদস্যুদের আইনি সহায়তা দেওয়া হবে।’  স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দ্রুত বনদস্যুদের মামলার তালিকা পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘আর্থিক সহায়তার টাকা যেন তাদের কাজে লাগে, উকিল মোক্তারদের পেছনে এই টাকা যাতে খরচ না হয়; সে ব্যবস্থা নেওয়া হবে।’

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জনকে স্বাবললম্বী করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে এক লাখ টাকার চেক, র‌্যাবের পক্ষ থেকে একটি মোবাইল ফোন ও ইদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী দেওয়া হয়।  এছাড়া একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকেও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, সরকার সুন্দরবনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় ও নিরাপদ করতে র‌্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে। 

র‌্যাব-৬ এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনসী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস হ্যাপী বড়াল, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোর্তিময় দত্ত, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মো. একরামুল হাবীব প্রমুখ।