ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় শিশু সন্তানকে ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম নামের এক সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এসময় আসামি মনিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। মনিরুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হারদী সর্দার পাড়ার মতলেব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৬ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। সেখানকার দাড়িয়ার মাঠে মেহগনির বাগানে শিশু সন্তানকে ধর্ষণ করে পালিয়ে যান সৎ বাবা মনিরুল ইসলাম। পরে ২০১৬ সালের ২৭ আগস্ট ওই শিশুর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীরা জানিয়েছেন মেয়েটি তার সৎ বাবা মনিরুল ইসলাম ও মায়ের সঙ্গে থাকতো। তার জন্মদাতা বাবা সাইফুল ইসলাম ও তার মায়ের বিবাহ বিচ্ছেদের পর তার মা মনিরুল ইসলামকে বিয়ে করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক ধর্ষক মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার এ রায় দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অনুপ কুমার নন্দী।