হেফাজত আমিরের প্রেস সচিবকে হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম থেকে অব্যাহতি

হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমদহেফাজত আমির শাহ আহমদ শফী’র প্রেসসচিব মুনির আহমদকে মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদকের পদসহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার (২৮ আগস্ট) বিকালে তার কাছ থেকে হিসাবপত্র ও যাবতীয় কার্যক্রম বুঝে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে ৯টায় অফিসে গেলে মাদ্রাসার দুই শিক্ষক ও হিসাবরক্ষক আমাকে জানান, হেফাজত আমীর আমার কাছ থেকে সব হিসাব বুঝে নিয়ে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বলেছেন। হুজুর কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তারা এ বিষয়ে আমাকে কিছু জানাননি। পরে আমি সময় চাইলে তারা মাওলানা আনাস মাদানীর সঙ্গে কথা বলে দুই দিন সময় দেওয়ার কথা জানান। এর এক ঘণ্টা পরেই তারা আবার এসে জানান, তাদের বলা হয়েছে সোমবার সকালের মধ্যেই যেন সব হিসাব তাদের তাছে বুঝিয়ে দিই।’
মুনির আহমেদ আরও বলেন, ‘সোমবার বেলা দেড়টার মধ্যেই মাদ্রাসার হিসাবরক্ষক মুহাম্মদ রফিক ও মাওলানা এনামুল হকের কাছে মাসিক মুঈনুল ইসলামের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দেই। বিকাল সাড়ে ৫টায় দিকে তারা আমার কাছ থেকে মাসিক মুঈনুল ইসলাম কার্যালয় ও কম্পিউটার বিভাগ বুঝে নেন। পরে মৌখিকভাবে মাদ্রাসার সব দায়িত্ব থেকে আমাকে বিদায় দেওয়ার কথা জানিয়ে দেন।’
মুনির জানান, তিনি এখনও লিখিত কোনও আদেশ পাননি। অব্যহতির কারণও তাকে জানানো হয়নি। আনাস মাদানীর সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে জানতে মাদ্রাসার সহযোগী পরিচালক জুনায়েদ বাবু নগরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করে তার ব্যক্তিগত সহকারী এনামুল হাসানকে দিয়ে দেন। এনামুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’
উল্লেখ্য, ১৯৯৫ সালের জানুয়ারি মাস থেকে হাটহাজারী মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন মুনির আহমেদ। ২০০০ সালের জুন মাসে জামিয়ার শুরা কমিটির বৈঠকে তাকে মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদ পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর থেকে তিনি হেফাজত আমিরের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন-
বন্যায় ৪ হাজার ৫শ’ কোটি টাকার ক্ষতি নওগাঁয়

লালমনিরহাটে জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের আইটি সম্পাদক গ্রেফতার