বরিশালে মুলাদীতে বিএনপির ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

মুলাদীতে সেলিমা রহমানের অনুষ্ঠানে বাধা দেয় পুলিশবরিশালের মুলাদীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমানের ঈদ পুর্নমিলনী সভা এবং বিএনপির পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ বাজারে এ ঘটনা ঘটে। তবে বিএনপির কোনও অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এদিকে, মুলাদী সদর ও ছবিপুর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয় সরকারি দলের সমর্থক ক্যাডাররা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আবদুস সাত্তার খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান আসেন উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ বাজারে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী, পরিচিত সভা ও পুরাতন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করতেই তিনি এসেছিলেন। এসময় মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) এম বেললের নেতৃত্বে পুলিশ সভা করতে নিষেধ করে।’
সাত্তার খান বলেন, ‘পুলিশকে বলেলিছাম, সেমিলা আপা এখানে এসেছেন। একটু বিশ্রাম নিয়েই চলে যাবেন। কিন্তু সে কথায় রাজি হয়নি পুলিশ। ফলে তাৎক্ষণিকভাবে সেলিমা রহমান এখান থেকে চলে যান।’ এসময় মুলাদী সদর ও ছবিপুর ইউনিয়নের বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ করে তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোল্লা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি থানাতে সেটা জানিয়ে দেই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
সেলিমা রহমানের অনুষ্ঠানে পুলিশের বাধা সম্পর্কে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ধরনের কোনও ঘটনা তার জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। আর মুলাদী বা ছবিপুরে বিএনপি কার্যালয়ে হামলা বা ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
নাজিরপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সেলিমা রহমানএদিকে, এর আগে নাজিরপুর ইউনিয়নের বাজারে বিএনপির নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান। তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে। তারা অবৈধভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকার বিএনপিসহ দেশের সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে। কিন্তু প্রধান বিচারপতিও সরকারকে অবৈধ বলেছেন। তাই সরকার এখন ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা।’
দলের নেতাকর্মীদের প্রতি সেলিমা রহমান বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা-মামলা মোকাবিলা করে, দলের সব অভ্যন্তরীণ কোন্দল ও ভেদাভেদ ভুলেই টিকে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।’

আরও পড়ুন-
সংসদ সদস্য ট্রেন থেকে পড়ে যাওয়ায় স্টেশন মাস্টার বরখাস্ত