ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত, ‘গণপিটুনি’তে গরুচোর নিহত

ময়মনসিংহময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ডাকাতদলের সর্দার রব্বানী(৩৮) নিহত হয়েছে। আলাদা ঘটনায় ত্রিশালে গণপিটুনিতে নিহত হয়েছে এক গরুচোর।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নিহতদের লাশ উদ্ধার করে  পুলিশ দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়।
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাতদলের সর্দার রব্বানীর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, নিহত গরুচোরের পরিচয় জানাতে পারেনি ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশালে বন্দুকযুদ্ধের ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করেন।  প্রেস বি্রিফিংয়ে তিনি জানান, নিহত ডাকাত সর্দার রববানী সংঘবদ্ধ দলের সদস্য। গত ২১ আগস্ট রাতে কোতোয়ালি থানার আকাশি এগ্রো ইন্ডাষ্ট্রিজে ডাকাতি ও দুই জোড়া হত্যাকাণ্ডসহ একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল রব্বানী।