ঘুষ গ্রহণকালে পেশকার আটক

 

পেশকার জাকির হোসেনঘুষ গ্রহণকালে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার জাকির হোসেনকে আটক করেছে দুদক। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে আটক করা হয়। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার (বেঞ্চ সহকারী)। টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার দাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সমর কুমার দাস জানান, স্বপন মিয়া নামের এক লোকের চেক বইয়ের একটি পাতা হারিয়ে যায়। কোনও এক ব্যক্তি চেক বইটি পেয়ে ২৬ লাখ টাকা উত্তোলন করতে যায়। ইতোমধ্যে স্বপন চেক বইটি হারানোর বিষয়টি ব্যাংককে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর স্বপন মিয়া চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর মামলা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার জাকির হোসেন চেক বইটি ফেরত দেওয়ার বিনিময়ে  ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই প্রেক্ষিতে বুধবার ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে দুদকের একটি টিম হাতে নাতে আটক করে।

আটককৃত পেশকার জাকির হোসেনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।