মানিকগঞ্জ সদর হাসপাতালে ১৮ দালাল আটক

আটক ১৮ দালালমানিকগঞ্জ আড়াইশ শয্যা জেলা হাসপাতাল থেকে নারীসহ ১৮ দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) হাসপাতাল ও এর আশপাশে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।  

জেলা গোয়েন্দা বিভাগের ওসি আমিনুল ইসলাম বুধবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দালালদের উৎপাত সম্পর্কে তাদের অবহিত করেন। জনসাধারণের কাছ থেকেও অভিযোগ ছিল। গোপনে কয়েকদিন অনুসন্ধান করে ডিবি পুলিশ বেশ কয়েকজন দালালকে চিহ্নিত করে। এরা গরিব রোগীদের ভালো চিকিৎসার কথা বলে হাসপাতাল থেকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যেত।

আটক ১৮ দালালের মধ্যে ১০ জন নারীও রয়েছে। আটকরা হচ্ছে, ইলিয়াস হোসেন, শাহীন আলম, আনোয়ার হোসেন, মনির হোসেন, আলাল, বাদশা মিয়া, আ. আজিজ, চিনু মিয়া, রোকেয়া বেগম, সেলিনা, সুলতানা বেগম, বিউটি আক্তার, রওশনা, সন্ধ্যা রানী, ফিরোজা বেগম, হুসনা বেগম, কমলা বেগম ও রেহানা আক্তার।