হাটহাজারীর বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। পিডিবির তত্ত্বাবদায়ক প্রকৌশলী প্রবীর কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন।

প্রকৌশলী প্রবীর কান্তি দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাব-স্টেশনে আগুন লাগার ঘটনায় একজন তত্ত্বাবদায়ক প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার প্রধান কার্যালয় থেকে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, টেকনিক্যাল ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। কি ধরনের টেকনিক্যাল ত্রুটি ছিল ওই বিষয়টি তদন্ত কমিটি খুঁজে বের করবে।’

তদন্ত কমিটিতে কারা আছেন, জানতে চাইলে পিডিবির এই প্রকৌশলী বলেন, ‘এখন পর্যন্ত আমার হাতে কাগজ এসে পৌঁছায়নি।’

শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারীর এগারো মাইল এলাকায় বিদ্যুতের ওই সাব-স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।