পিরোজপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় চার জনের কারাদণ্ড

আদালত

পিরোজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক খান এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হল- ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুরের ধীরেন দাসের ছেলে বিকাশ দাস (২২), একই এলাকার রমীকান্ত মৃধার ছেলে বিকাশ মৃধা (২০), গৌরাঙ্গ মিস্ত্রীর ছেলে ব্রজ মিস্ত্রী (১৮) ও অসিম কুমার মন্ডল। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে অসিম কুমার মন্ডল আদালতে অনুপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৫ আগস্ট ইন্দুরকানি উপজেলার এক স্কুলছাত্রীকে বিকাশ দাস ও তার সহযোগীরা অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানি থানার উপ-পরিদর্শক ওসমান গণি পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।