নাটোরে ৪ চাল মিলকে জরিমানা

নাটোরে ৪ চাল মিলকে জরিমানানাটোরে গুরুদাসপুরে চারটি চাল মিলের মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্যগ্রহণ, লাইসেন্স না থাকা স্বত্বেও অবৈধভাবে চাল মজুদ এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মোটা চালকে মিনিকেট চালে রুপান্তরিত করে বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে এই অভিযান পরিচালনা করেন নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোর্তজা খান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মো. মোর্তজা খান জানান, চাঁচকৈড় বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের সঙ্গে কোনও সামঞ্জস্য না করে অতিরিক্ত বিক্রয়মূল্য গ্রহণ করছে, লাইসেন্স না থাকা স্বত্বেও অবৈধভাবে চাল মজুদ করছে এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মোটা চালকে মিনিকেট চালে রুপান্তরিত করে বাজারে বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে চারটি মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় সততা এন্টারপ্রাইজ চাল মিলের স্বত্বাধিকারী রায়হান উদ্দিনকে ৭০ হাজার টাকা, চৌধুরী অটো রাইস মিল মালিক কিশোর চৌধুরীকে ৫০ হাজার টাকা, জাহাঙ্গীর চাল কলের মালিক জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা এবং এম ট্রেডিংয়ের  মালিক আলমগীর কবিরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোর্তজা খান দাবি করেন, অভিযানের সময় জানা গেছে অভিযুক্ত চারটি মিলের উৎপাদন খরচসহ প্রতি কেজি চালের মূল্য পড়ছে ৪৭ টাকা অথচ প্রতি কেজি চাল বিক্রি করা হচ্ছে ৫৯ টাকা থেকে ৬০ টাকায়। এছাড়া ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে মোটা চালকে মিলের মাধ্যমে চিকন চালে রুপান্তরিত করে মিনিকেট চাল হিসেবে বিক্রি করা হচ্ছিল।