সাতক্ষীরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় স্কুলছাত্রী উত্ত্যক্তের অভিযোগে সুমন হোসেন (২২) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই সাজা দেওয়া হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের জয়নুল ইসলামের ছেলে।

ইউএনও মনিরা পারভীন বলেন, ‘অভিযুক্ত সুমনকে দণ্ডবিধির ৫০৯ ধারায় মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বদরুজ্জামান বিপ্লব নামে এক শিক্ষক জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো সুমন। ওই ছাত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে স্কুলশিক্ষকরা সুমনকে আটকে রেখে পুলিশে খবর দেন। বিষয়টি ইউএনও-কে জানানো হলে তিনি স্কুলে চলে আসেন। এরপর প্রধান শিক্ষকের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমনকে তিন মাসের কারাদণ্ড দেন।