লাউ গাছের সঙ্গে শত্রুতা

সোনারগাঁওয়ে দুই বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে বখাটেরানারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসা ও নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে বখাটেরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সবজি বাগানের মালিক কবির হোসেন বখাটেদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও থানায় অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপ্পু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। 

সোনারগাঁও থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে কবির হোসেন উল্লেখ করেন, তিনি সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘা পুকুরসহ প্রায় ৪ বিঘা জমি বর্গা নিয়ে লাউগাছ, লিচু বাগান ও অন্যান্য ফসল চাষ করে আসছেন। প্রতিদিন ওই পুকুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা গোসলসহ অন্যান্য কাজকর্ম করেন। নারীদের গোসলের সময় স্থানীয় বখাটে আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদের নেতৃত্বে মোবারক, আবু তাহের, সোহেল, শুভ, পাপ্পুসহ  ১০/১৫ বখাটে পুকুর পাড়ে লিচু বাগানে মাদক ব্যবসাসহ নারীদের গোসলের সময় ইয়াবা ও গাঁজা সেবন করে বিভিন্নভাবে নারীদের উত্ত্যক্ত করতো। তাদের বাধা দেন কবির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে নাহিদ, মোবারক, আবু তাহের, শুভ, সোহেল, পাপ্পুসহ আরও ৪/৫ জন মিলে বৃহস্পতিবার সকালে তার দুই বিঘা জমির লাউগাছসহ অন্যান্য সবজি বাগান কেটে ফেলে। এছাড়া লাউ চুরি করে নিয়ে যায়।