আমদানি-রফতানিতে গতি আনতে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের মতবিনিময়

বাংলাদেশ-ভারত বৈঠকভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি- রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প অডিটরিয়ামে দু’দেশের প্রশাসন ও ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুরজিৎ বোস। সভায় সভাপতিত্ব করেন বনগাঁ মহকুমার এসডিও কাকলি ঘোষ।

সভায় উভয় দেশের বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল রহমান, বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, পুলিশের এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, মোস্তাফিজ্জোহা সেলিম ও সাজ্জাতুল ইসলাম সৌরভ।

ভারতের পক্ষে বক্তব্য রাখেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্য, বিএসএফের কমান্ডার মেজর এইচ এস জেট, কাস্টমসের ডেপুটি কমিশনার রাহুল মাথুর, পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথিরিটির পরিচালক শুভজিৎ দত্ত, কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন শেঠ ও সেক্রেটারি কার্তিক চ্যাটার্জি।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকে প্রতিদিন বেনাপোল বন্দরে ২০০ ট্রাক চালসহ পচনশীল পণ্য, ৪০০ ট্রাক জেনারেল গুডস ও ১০০ ট্রাক চ্যাসিস রফতানি করবে ভারত। রফতানির সময় বিজিবি ও বিএসএফের পণ্য বোঝাই ট্রাক এন্ট্রির নামে সময়ক্ষেপণ করলে বিষয়টি উভয় দেশের হাই কমিশনার পর্যায়ে লিখিতভাবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষে থেকে জানানোর সিদ্ধান্ত হয়।