ব্রাহ্মণবাড়িয়ার ৫২৮ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কাজ করছেন মৃৎ শিল্পীরাউৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেবী দুর্গাসহ অন্যান্য দেবতাদের গায়ে তুলির শেষ আচড় দেওয়ার জন্য প্রতিমা শিল্পীদের দম ফেলবার সময় নেই। এ বছরজেলায় ৫২৮টি মণ্ডপে পূজা হবে। এছাড়া পাড়া-মহল্লায় চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ।
শহরের দক্ষিণ কালীবাড়িতে কর্মরত ডেকোরেটর কর্মী আল মামুন ও প্রদীপ সরকার জানান, হাতে মাত্র আর একদিন সময় আছে। এই সময়ের মধ্য মণ্ডপের সাজসজ্জার কাজ শেষ করতে হবে। তাই খুব ব্যস্ততার মধ্যে আছি।
শহরের কান্দিপাড়া রঘুনাথ জিউর মন্দিরে দুর্গা প্রতিমা শিল্পি ঝন্টু পাল ও তার বড়ভাই মন্টু পাল জানান, এবছর ১৩টি দুর্গা প্রতিমা তৈরি করছেন তারা। এখন চলছে শেষ সময়ের কাজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেষ রঞ্জন রায় জানান, এ বছর ৫২৮ মণ্ডপে পূজা হচ্ছে। পূজার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  

1598467990175227ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি থাকবে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন।
দক্ষিণ কালীবাড়ি পূজা মণ্ডপের পুরোহিত অচিন্ত চক্রবর্তী জানান, এবার দেবী দুর্গা নৌকায় আগমন এবং ঘোটকে গমন করবেন। এজন্য ঝড় তুফান হতে পারে। এসব থেকে বাঁচার জন্যে আমরা এ বছর মায়ের কাছে বিশেষ প্রার্থনা করবো। যাতে তিনি আমাদেরকে সব আপদ-বিপদ থেকে রক্ষা করেন। ৩০ সেপ্টেম্বর দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।