এইচআইভি পজিটিভ আরও দুই রোহিঙ্গা নারী চমেকে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল (ফাইল ছবি)

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে শনাক্ত হওয়া এইচআইভি পজিটিভ দুই রোহিঙ্গা নারীকে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন এ কথা জানিয়েছেন। 

প্রসঙ্গত, চলতি মাসে আরও এক রোহিঙ্গা নারীর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই রোহিঙ্গা নারী মিয়ানমারের মংডু অঞ্চলের বাসিন্দা।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচআইভি পজিটিভ দুই রোহিঙ্গা নারীকে রবিবার সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। কুতুপালং ক্যাম্পে অবস্থিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে এইচআইভি শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে পাঠানো হয়েছে।’

এইডস আক্রান্ত দুই নারীকে হাসপাতালের মেডিসিন বিভাগে (১৬ নম্বর ওয়ার্ড) চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে চলতি মাসে এইডস আক্রান্ত আরও এক রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। পরে তাকে  হাসপাতাল থেকে  এনজিও সংস্থা ‘আশার আলো সোসাইটি’ তাদের তত্ত্বাবধানে নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ:
কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ রোহিঙ্গা শনাক্ত