চট্টগ্রামে ক্লিনিককে লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় চট্টগ্রামে ‘মেডিকেল সেন্টার’ নামে এক ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন নগরীর পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম রোডে অবস্থিত ওই ক্লিনিকে এ অভিযান চালান।

তানিয়া মুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ক্লিনিকটির অপারেশন থিয়েটারে গিয়ে যেসব ওষুধ পেয়েছি তার অধিকাংশই মেয়াদোর্ত্তীণ। ওষুধগুলোর মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগে শেষ হয়ে গেছে। এক্সরে এবং রেডিওলজি বিভাগে যেই লোক কাজ করছিলেন তার প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা সম্পর্কিত কোনও সনদ ছিল না। ফার্মেসিতে সঠিক তাপমাত্রায় ওষুধও সংরক্ষণ করা হচ্ছে না। এসব অভিযোগে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ওই ক্লিনিককে জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারে যেসব মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়া গেছে তা সেবন করলে রোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমরা সব মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট জব্দ করেছি।’