যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশযশোর ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। রবিবার রাত ১০টার পর থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ওই বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রী ইসমত আরা বাবলী। তারা তিন বোন। পৈত্রিক সূত্রে আমার স্ত্রী ওই বাড়ির দ্বিতীয় তলায় দুটি ফ্লাট পেয়েছেন। সেখানে দুটি পরিবার ভাড়া থাকে। আমি পাশে আরেকটি বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর চারটার দিকে আমি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রেছে পুলিশ। খবর পেয়ে চলে আসি। কিন্তু আমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

যশোর জঙ্গিতিনি আরও বলেন, ‘ধারণা করছি বাসার পশ্চিম পাশের ফ্লাটের ভাড়াটিয়া মশিয়ার রহমান ও তার পরিবারকে সন্দেহ করা হচ্ছে। মশিয়ার রহমানের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তিন সন্তান ও স্ত্রী নিয়ে বাসা ভাড়া করে থাকেন মশিয়ার রহমান।’

পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা সন্দেহ করছে এখানে জঙ্গি আছে। ঢাকায় সোয়াত বাহিনীকে খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে সোয়াত বাহিনী যশোরের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

 আরও পড়ুন:

নিষ্ক্রিয় ঢাকা মহানগর বিএনপি: তৃণমূল দুষছে নগরকে, নগরের ক্ষোভ কেন্দ্রে


যুক্তরাষ্ট্রের ফোর্ট ওয়েইন শহরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উত্তেজনা
আমি কেন অধিনায়কত্ব ছাড়বো, প্রশ্ন মুশফিকের
‘ব্লু ইকনোমি অথরিটি’ গঠনের সুপারিশ সংসদীয় কমিটির