বিএনপি সমর্থক আইনজীবীদের দ্বিতীয় দিনের কর্মসূচিও পণ্ড

Barisal Photo-The second days program of BNP lawyers protestingপ্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিকে কেন্দ্র করে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সোমবরে দ্বিতীয় দিনের কর্মসূচিও পণ্ড করে দিয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ। সোমবার দুপুর একটায় শহীদ আ. রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য ব্যানার নিয়ে প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ফলে বিএনপিপন্থী আইনজীবীদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

পরে বিএনপি সমর্থক আইনজীবীরা শহীদ আ. রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশের চেষ্টা করেন। তবে সেখানেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষ পরস্পর বিরোধী শ্লোগান দিতে থাকে। এ নিয়ে সৃষ্ট উত্তেজনায় এ দফায়ও বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশের প্রচেষ্টা ভন্ডুল হয়ে যায়।

বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. আলি আহমেদ, অ্যাড. আলি হায়দার বাবুল,অ্যাড. মহসিন মন্টু, অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ। অপরদিকে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, অ্যাড. আনিছ উদ্দিন শহীদ, অ্যাড. একে এম জাহাঙ্গির, অ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ আওযামী লীগ সমর্থক আইনজীবীরা বিএনপিপন্থীদের কর্মসূচী ভণ্ডুলে নেতৃত্ব দেন।