খালেদার ডানে জঙ্গি, বামে রাজাকার: তথ্যমন্ত্রী

মানিকগঞ্জে এক সভায় হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার ডানে জঙ্গি, বামে রাজাকার, পিছনে তেঁতুল হুজুর, আর সামনে থাকে রাজনৈতিক মোল্লারা। জঙ্গি-রাজাকার-তেঁতুল হুজুর বেষ্টিত হয়ে দেশ চালানো যায় না।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জে জাসদ নেতা জালাল উদ্দিন লেনিনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদার কাছে দেশ মানে রাজাকারের কাছে দেশ ইজারা দেওয়া। আমরা বেঁচে থাকতে কিছুতেই এমনটা হতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘এত কিছুর পরও খালেদা জিয়া রাজাকার ছাড়লেন না, জঙ্গি ছাড়লেন না, যুদ্ধাপরাধী ছাড়লেন না, পাকিস্তানের দালালি ছাড়লেন না।’

ইনু বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে রাজনীতির বড় চ্যালেঞ্জ, আগামী নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র রুখে দেওয়া এবং যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।’ দেশের মানুষ আর সামরিক সরকার দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা জাসদ আয়োজিত এ সভার আয়োজন করে। এতে উপজেলা জাসদের সভাপতি সামছুল আলম খানের সভাপতি স্মরণ সভায় বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, আফজাল হোসেন খান জকি, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, প্রয়াত জালাল উদ্দিন লেলিনের স্ত্রী মনোয়ার বেগম, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান বাবু প্রমুখ।