ইলিশ শিকার: শরীয়তপুরে ১৫ দিনে ৩৪৮ জেলের দণ্ড

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে শরীয়তপুরে গত ১৫ দিনে ৩৪৮ জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে এসব জেলেদের আটক করা হয়। সোমবার (১৬ অক্টোবর) জেলা মৎস্য কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিক্রি, মজুদ ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা শুরুর পর গত ১৫ দিনে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে এবং গোসাইরহাট উপজেলার মেঘনা নদীতে ২৩১ টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে ৩৪৮ জন জেলেকে আটক করা হয়েছে।

পরবর্তীতে ৯৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং ৮৪ জনকে মোট ৩ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ১৪ লাখ ৬৫ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ৬ হাজার ৯৫৫ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘স্বল্প জনবল নিয়েও মৎস্য বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ডের সহায়তায় নদীতে সর্বাত্মক অভিযান চলছে। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী ও জেলেদের কারণে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না।’