অবৈধভাবে দেশ ফেরার সময় সীমান্তে আটক ১০ বাংলাদেশি

গাতিপাড়া সীমান্তে আটক ১০ বাংলাদেশি

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে সোমবার (১৬ অক্টোবর ) বেলা ১১টার দিকে তাদের আটক করে। দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, বিজিবির কাছে এ ধরনের তথ্য ছিল। এরপর অভিযান চালিয়ে সীমান্ত থেকে সোমবার সকালে ৮ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।’

বিজিবি ক্যাম্প কমান্ডার আরও বলেন,  ‘তাদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। পাচারের শিকার নারী-পুরুষদের কাছে পাচারকারীদের নাম ও মোবাইল নম্বরসহ কিছু টোকেন পাওয়া গেছে।’ তবে কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ১০ নারী-পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদের যশোর আদালতে প্রেরণ করা হবে।