কুষ্টিয়ায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ধুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা (ছবি- প্রতিনিধি)

কুষ্টিয়া সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, অটোরিকশাচালক ইরাদ আলী (৪০) ও অটোরিকশা যাত্রী বিপাশার কন্যাশিশু আফরিন (২)। এ ঘটনায় বিপাশা ছাড়াও বিউটি ও টুম্পা নামে আরও দুই জন আহত হন। এর মধ্যে বিপাশার অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে। আহত তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস কবুরহাট ব্যাপারী রাইস মিলের কাছে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত  ঘোষণা করেন।