রামগঞ্জ উপজেলা বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

লক্ষ্মীপুরলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ  প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।  জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সাত নেতা হলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভপতি ও ভারপ্রাপ্ত মেয়র হানিফ পাটওয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, ভাদুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  জিএস লকিয়ত উল্যা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদ আহম্মেদ দাদু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন ও উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সতু।

৯ বছর পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। উপজেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হানিফ পাটওয়ারী ও বহিষ্কৃত অন্য নেতাকর্মীদের আবেদনের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া ও কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনকারী নেতারা জানান, ২০০৮ সালের নির্বাচনের পর দলীয় গঠনতন্ত্র সম্পূর্ণ উপেক্ষা করে কোনও প্রকার কারণ দর্শানো নোটিশ ব্যতিরকে সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে উল্লেখিত নেতাদের বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ প্রাপ্তির পরও তারা দল ত্যাগ না করে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখেন।