ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার ঘটনায় আরও দু'জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস (ফাইল ছবি)

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় বাবু (২০) ও খায়ের (২১) নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নগরীর লালখান বাজারের বাঘঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন।

এই নিয়ে সুদীপ্ত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এর আগে ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস কাউন্টার থেকে মোক্তার হোসেন নামে অন্য একজনকে গ্রেফতার করা হয়।

রহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিসিটিভি ফুটেজে বাবু ও খায়েরকে দেখা গেছে। তারা দু’জনই সুদীপ্ত হত্যায় সরাসরি অংশ নিয়েছেন বলে আমাদের কাছে তথ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু'জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই দিন সুদীপ্তকে খুন করতে যাওয়া টিমের সঙ্গে তারা দক্ষিণ নালাপাড়ায় গিয়েছে।’

৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজ কেন্দ্রীক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে সুদীপ্তকে হত্যা করা হয় বলে ওই সময় জানায় পুলিশ।