টাঙ্গাইলে ওজনে কম দেওয়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা

  টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ওজনে কম দেওয়ার অপরাধে পাঁচ মিষ্টির দোকানদার ও এক ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্নার নেতৃত্বে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  

ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ওজনে কম দেওয়ার অপরাধে বাসাইল বাজারের মামা ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ইন্তাজ আলী, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক প্রদীপ কুমার সাহা, ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বিপ্লব, পোড়াবাড়ির চমচম মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ইব্রাহিমসহ প্রত্যেককে এক হাজার টাকা এবং ময়না মিষ্টান্ন ভাণ্ডারের মালিক জাহিদ হাসান মঞ্জুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া কাশিল বটতলা এলাকায় এ কে কে ফিলিং স্টেশনের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।