কুবি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে টানা তৃতীয় দিনের মত কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। উপাচার্যের কার্যালয়ে তালা লাগানো হয়েছে বলেও জানা গেছে।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘বিভিন্ন নিয়োগে আত্মীয়করণের মাধ্যমে অনিয়মের নজির স্থাপন করেছেন উপাচার্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণেও তিনি দুর্নীতি করেছেন।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি ড. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং পরিবহন চালক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে গত চার দিন ধরে নিজ কার্যালয়ে আসছেন না উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। এ ব্যাপারে কথা বলার জন্য উপাচার্যের মোবাইল নম্বরে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিচার ও পদত্যাগের দাবিতে সোমবার (১৬ অক্টোবর) মানববন্ধন শেষে উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন শিক্ষক নেতারা।