বগুড়ায় পুলিশের ওপর হামলা: বিএনপি নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া

বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনসহ ৫৬ জনকে উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ বাদী হয়ে গাবতলী থানায় এ মামলা দায়ের করে।

বগুড়ার গাবতলী সার্কেলের এএসপি ফজল-ই-খুদা পলাশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে— এমন আশঙ্কা থেকে বিক্ষোভের জন্য বুধবার (১৮ অক্টোবর) বিকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এসময় তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন এবং কিছুদূর মিছিল করে পার্টি অফিসের আশপাশে অবস্থান নেন। বিকাল ৫টার দিকে পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি সমর্থক বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহিম প্রামাণিক, যুবদলকর্মী আমিনুরসহ ৪ জনকে আটক করে পুলিশ। এদিকে, বিকালে গাবতলী উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালনের জন্য উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। হাসপাতাল রোডে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের দিক থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে মোরশেদ মিল্টনকে আটক করা হয়। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) সকালে পুলিশ এ মামলা করে।

এএসপি ফজল-ই-খুদা পলাশ জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা করলে কর্মকর্তাসহ ৪-৫ জন আহত হন। এসময় পুলিশ বাধ্য হয়ে শর্টগাট দিয়ে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে লোকালয় হওয়ায় কোন টিয়ারশেল নিক্ষেপ করা হয়নি। এতে কোনও নেতাকর্মী আহত হবার খবর পাওয়া যায়নি। হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত ও সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।