তিন মাস পর গ্রেফতার প্রতিবাদী সেই বাবার হত্যাকারী

গোপালগঞ্জগোপালগঞ্জে কাজী মাহবুবের ঘাতক আকাশকে (২২) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বুধবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার নাগরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের প্রায় ৩ মাস পর তাকে গ্রেফতার করা হলো। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।

গোপালগঞ্জ জেলা শহরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কাজী মাহবুবকে কুপিয়ে হত্যা করে আকাশ।

গত ২৩ জুলাই রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাকে ১৫ জুলাই রাত ৯টার দিকে আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী কুপিয়ে পালিয়ে যায়। জেলা শহরের পাবলিক হল রোডের বাসিন্দা মাহবুব গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।

নিহত কাজী মাহবুবের মেয়ে স্থানীয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে আকাশ। এ নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করা হয়। এক পর্যায়ে মেয়ের বাবা কাজী মাহবুব বিষয়টি পুলিশকে জানান।

পরে এক মামলায় পুলিশ আকাশকে জেল হাজতেও পাঠায়। এরই প্রতিশোধ নিতে আকাশ গত ১৫ জুলাই কাজী মাহবুবকে কুপিয়ে আহত করে।

গোপালগঞ্জ সিআইডির পরিদর্শক দীপক কুমার সিকদার আকাশকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।