ব্রহ্মপুত্রের ভাঙন রোধে ব্যবস্থার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামকুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে নদের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, ৫ শতাধিক ঘরবাড়িসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিকবার সংশিষ্ট বিভাগে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।