দুই দিনের সফরে রাজশাহীতে রাষ্ট্রপতি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি (ছবি- সংগৃহীত)দুই দিনের সফরে বুধবার রাজশাহীতে এসেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী সেনানিবাসে একটি প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে জাতীয় পতাকা দেবেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেলিকপ্টার যোগে বুধবার বিকাল ৩টা ১০ মিনিটে রাষ্ট্রপতি রাজশাহী সেনানিবাসের মাঠে অবতরণ করেন। এরপর বিকাল ৩টা ৫০ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বিকালে ডিভিশন ওয়ার্ডের সামনে একটি গাছের চারা রোপণ করেন। এরপর ৫টা ১৫ মিনিটে পদ্মার টি-বাঁধ পরিদর্শন করেন। সেইসঙ্গে স্পিডবোটে পদ্মার সৌন্দর্য উপভোগ করেন। এ সময় ৫০মিনিট অবস্থান করেন। তারপর আবার রাজশাহী সেনানিবাসে ফিরে যান। রাতে সেখানে তিনি অবস্থান করবেন। ’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সংশ্লিষ্ট সচিবগণ এবং সিনিয়র সামরিক-বেসামরিক কর্মকর্তা ও মহাপরিচালক (কারাগার) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এছাড়াও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

ইফতেখায়ের আলম বলেন, ‘রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে রাজশাহীতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর উপশহর ও সেনানিবাস এলাকায় রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার উদ্দেশে রাষ্ট্রপতির ফেরার কথা রয়েছে।’

কারাগার সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ১৯৭৭ সালে রাজবন্দি হিসেবে ছিলেন। তিনি মে মাস থেকে নভেম্বর পর্যন্ত এ কারাগারে বন্দি জীবন-যাপন করেন।