দ্বিতীয় বিয়ে লুকিয়ে রাখতে আত্মগোপন

চুয়াডাঙ্গাদ্বিতীয় বিয়ে লুকিয়ে রাখতে আত্মগোপন করেছিলেন কলম আলী। অবশেষে ধরা খেলেন পুলিশের হাতে। চার মাস পর পুলিশ তাকে আটক করেছে। কলম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।  

শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।  চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তোজাম্মেল হক জানান, কলম আলী তার দ্বিতীয় বিয়ের কথা গোপন করতে এবং প্রথম শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করতে নিজেই আত্মগোপনে যান। তিনি আরও জানান, কলম আলী এবং তার বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি জানান, কলম আলী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় বিবাহ করে বসবাস করছেন এমন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ অভিযান চালায় এবং তাকে আটক করে।

গত ২৬ জুন ঝিনাইদহ জেলার দূর্গাপুর গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে নিখোঁজ হন কলম আলী। এরপর তাকে খুঁজে না পেয়ে তার বাবা আব্দুস সাত্তার চুয়াডাঙ্গা আদালতে কলম আলীর শাশুড়ি ও শ্যালককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  ১৭ সেপ্টেম্বর মামলাটির তদন্ত শুরু করে পুলিশ।