লাউয়াছড়া সড়কে গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু

চিতা বিড়ালমৌলভীবাজারে বিলুপ্তপ্রায় একটি চিতা বিড়ালের (লেপার্ড ক্যাট) মৃত্যু হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বনের ভেতর দিয়ে যাওয়া  শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণীটি মারা যায়।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা  সাতটায়  লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে ২০০ গজ দূরে এ ঘটনা ঘটেছে। 

কিছু দিন আগে একইস্থানে একইভাবে আরও একটি লেপার্ড ক্যাটের মৃত্যু হয় ।

বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের এসিএফ তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,এভাবে একের পর এক দুর্ঘটনায় বন্যপ্রাণী মারা পড়ছে। এতে লাউয়াছড়া হুমকির সম্মুখীন হয়ে পড়বে।