উপমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র আইভী

সেলিনা হায়াৎ আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রী পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (০৭ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এএফএম এহতেশামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। তিনি বেতন-ভাতাসহ উপমন্ত্রীর পদমর্যাদার আনুষঙ্গিক সুবিধা পাবেন।’

প্রজ্ঞাপন২০১৬ সালের ২২ ডিসেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ২০১১ সালের ৩০ অক্টোবর তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ২১ জুন তাকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।