শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না: বস্ত্র প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীশেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে উন্নয়ন হয় উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম  বলেছেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ কিংবা মঙ্গা দেখা দেয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে বিদ্যুৎসহ সব কিছুর উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পায়। তিনি বলেন,  ‘বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং ভিক্ষা দেয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সম্মান বাড়ে।’

শনিবার (১১ নভেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার চর যথার্থপুরে ব্রহ্মপুত্র নদের তীরে ১১৫ মেগাওয়ার্ট উৎপাদন ক্ষমতা  সম্পন্ন ‘ইউনাইডেট জামালপুর পাওয়ার লিমিটেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম  বলেন, ‘কোনও শিশুই এখন আর বাড়িতে বসে থাকে না। প্রত্যেক শিশুই এখন স্কুলে যায়। আওয়ামী লীগ সরকার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তাদের হাতে নতুন বই তুলে দেয়।’

প্রতিমন্ত্রী বলেন,‘বিএনপি জঙ্গিদের মদদ দেয়। তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধরে হাত-পা বেঁধে চোখ তুলে হত্যা করবে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদের রোহিঙ্গাদের মতো ভাগ্য বরণ করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের বাজেটের পরিধি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থবছরে আওয়ামী লীগ সরকার পাঁচ লাখ কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করবে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই।’ এসময় তিনি সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউনাইডেট জামালপুর পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন হাসান রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।