বরিশালে কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি

বেলুন উড়িয়ে বাকশিস ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হচ্ছেশিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি নিয়ে বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) শহরের অশ্বিনী কুমার হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাকশিস কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আসাদুল হক বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্ব মানে নিয়ে যেতে হবে। আর এ জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে বৈষম্যহীন শিক্ষা পদ্ধতি চালুর বিকল্প নেই। তাই আজকের এই সম্মেলন থেকে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই।’
সম্মেলনের প্রধান বক্তা বাকশিস কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-ইল-ইসলাম-হাবুল বলেন, ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে ধন-সম্পদ লুট করে পাহাড় গড়েছে। কিন্তু তারা শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নের জন্য তেমন কিছুই করেনি। তাই অবিলম্বে বেসরকারি শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হলে আগামী নির্বাচনের সময় সরকারকে কোনও কাজে সহযোগিতা করা হবে না।’
এর আগে, সকাল ১১টায় স্থানীয় নেতাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাকশিস কেন্দ্রীয় সভাপতি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যপক মো. জাকির হোসেন প্রমুখ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যাপক আমিনুর রহমান খোকন, শিক্ষক নেতা মজিবর রহমানসহ শিক্ষক নেতারা।