হিলিতে নবান্ন উৎসব পালিত

হিলিতে নবান্ন উৎসবের র‌্যালিবৈচিত্র্যময় সব আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হলো ‘নবান্ন উৎসব ১৪২৪’। আজ বুধবার পহেলা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পালিত হয় এসব আয়োজন।
নবান্ন উৎসব উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় র‌্যালিটি।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে পায়েস, মুড়ি ও মাংস খাওয়ার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিসহ দর্শনার্থীরা।
নবান্ন উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন