শেয়ালের কামড়ে আহত ২৫





ময়মনসিংহময়মনসিংহ সদরের কাতলাসেন চরপাড়া গ্রামে শেয়ালের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের জলাতঙ্ক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জোবেদা(৬০), মাজাহারুল(২৬), আনোয়ারা(৫০), শামীমা খাতুন(২০), খালেদা(৫০), অজিফা(২৪), হাসিব(৮), মুরাদ(১০), ইভা(৬), শামীমা(২১), খুদেজা(৬০), আক্তার হোসেন(১০), আফসানা(১০), তহুরা(৭০), আমেনা(৩৫), লাবিব(১০), রুমা(২৫), আবু তাহের(৫০), সুফিয়া(৬৫), লাইলী(৪০), ইয়াসমিন(৩৫), সৈকত(৮), নুরুন্নাহার(২৫) ও রহিমা(৪৫)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, রাত ৮টার পর থেকে একে একে ২৫ জন রোগী শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কাতলাসেন চরপাড়া গ্রামের গৃহবধূ প্রত্যক্ষদর্শী কামরুন্নাহার জানান, মাগরিবের নামাজের পর হঠাৎ করে শেয়াল এসে রান্নাঘরসহ বাইরে থাকা শিশু, নারী ও পুরুষদের একের পর এক কামড়াতে থাকে। তবে কতগুলো শেয়াল কামড়িয়েছে অন্ধকার রাতের কারণে তা তিনি দেখেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দাবি করে তিনি আরও জানান, ভয়ে কেউ ঘরের বাইরে বের হননি।