ঝিনাইদহে তিন দিনব্যাপী নবান্ন উৎসব শুরু

ঝিনাইদহে নবান্ন উৎসব

নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতিকে তুলে ধরার জন্য ঝিনাইদহে তিন দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। তিন দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী শনিবার। প্রথম দিন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বাকি দুই দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাট্যনৃত্য ও বাউল সংগীতসহ নবান্নের গান। 

উৎসব উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নবান্নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিহঙ্গ বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি রূপালী পারভীন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন।