টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার এমপি মোস্তফা গুরুতর আহত

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ (ছবি-গাইবান্ধা প্রতিনিধি)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফা আহমেদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এমপি গোলাম মোস্তফা আহমেদের ছেলে মাসুম আহমেদ ও টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেন।

আহত তিন জন হলেন, রিপন, শাজাহান, মনছুর। এর মধ্যে রিপন এমপি গোলাম মোস্তফা আহমেদের ভাতিজা। তারা তিন জনই এমপির সঙ্গে গাড়িতে ছিলেন। আহত এই তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত এমপি গোলাম মোস্তফা আহমেদ (ছবি-টাঙ্গাইল প্রতিনিধি)

পুলিশ সুপার মাহবুব আলমের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি জানান, আহত এমপিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আকলিমা খাতুন বলেন, ‘এমপির মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। আঘাতের কারণে রক্তক্ষরণ হচ্ছে। এছাড়া শরীরের কয়েকটি অংশেও জখম হয়েছে। দুই কান দিয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এমপিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি দুই জনের অবস্থা ভালো।’

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি। চিপ হুইপ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি অ্যাম্বুলেন্সে করে এমপি গোলাম মোস্তফাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়েছি।’

এমপি গোলাম মোস্তফা আহমেদের ছেলে মাসুম আহমেদের বরাতে গাইবান্ধা প্রতিনিধি জানান, ব্যক্তিগত গাড়িতে করে তার বাবাসহ চার জন ঢাকা থেকে সুন্দরগঞ্জে ফিরছিলেন। বিকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছিলে নতুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এমপির গাড়ি উল্টে যায়।