প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী: প্রথম দিন ফেনীতে অনুপস্থিত ৪১৬

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা (ফাইল ছবি)

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ফেনীতে ৪১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আরা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (১৯ নভেম্বর) ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এ জেলা থেকে ৩৩ হাজার ৮শ’ ৪৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সূত্র জানায়, ফেনী সদরের ১১০ জন, দাগনভূঞার ১০১ জন, সোনাগাজির ৭৫ জন, ছাগলনাইয়ার ৭২ জন, পরশুরামের ৪৩ জন, ফুলগাজির ১৫ জন পরীক্ষার্থী আজ (রবিবার) অংশ নেয়নি।

সূত্র আরও জানায়, প্রথম দিন ফেনী জেলার ৫৪ কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়েছে। আজ ৩৩ হাজার ৮শ’ ৪৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আরা বলেন, ‘শতকরা ৯৪ দশমিক ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এটা ইতিবাচক।’