মাগুরায় মন্দিরে ভাঙচুর, আহত ৭

মাগুরায় মন্দিরে ভাঙচুরমাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে দুটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনল ও অরুপ নামের দুই জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (২০ নভেম্বের) বিকালে কাদিরপাড়া গ্রামে দুটি মন্দিরে হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘কাদিরপাড়া মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ইসলাম শেখ নামে একজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি স্বার্থন্বেষী মহল দীর্ঘ দিন ধরে কদিরপাড়া রাধাকান্ত লক্ষ্মি নারায়ণ জিও মন্দিরের প্রায় ১০ একর জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। যা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দখলদারদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দখলদার বাহিনীর প্রধান ইসলাম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাধাকান্ত লক্ষ্মি নারায়ণ জিও মন্দির ও শিতলা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দরা বাধা দিতে এলে তারা তাদের ওপর হামলা চালায়। তখন তিন নারীসহ ৭ জন আহত হন।