নারায়ণগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আরও ৫

প্রতিপক্ষের হামলায় নিহত মিল্টন (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হোসাইনীনগর এলাকায় জোড়া খুনের ঘটনায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে নগরীর বাবুরাইল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, জোড়া খুন মামলার এজাহারভুক্ত আসামি বাবুরাইল এলাকার আলাল এবং সন্দেহভাজন জালাল, মনির, কিরণ ও রমজান।

ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হোসাইনীনগর এলাকায় একটি রিকশা গ্যারেজে সালিশের নামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা রিকশা গ্যারেজেও আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ১৪ অক্টোবর সকালে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে জাহাঙ্গীর আলম বেপারীকে প্রধান করে আরও ২১ জনকে নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।