বালু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

bogra

বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় বুধবার রাতে রাহেল (২৬) নামে এক বালু ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সদর থানা পুলিশ স্থানীয় ঈদগাহ মাঠের পাশের রাস্তা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সদর থানার ওসি এমদাদ হোসেন ও নারুলি ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পূর্ব কোনও বিরোধের জের ধরে রাহেলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নারুলি ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, রাহেলের কোনও রাজনৈতিক পরিচয় নেই। পূর্ব কোনও বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। হত্যার ক্লু উদঘাটন ও ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, বগুড়া সদরের সাবগ্রাম শঠিবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে রাহেল বালু ব্যবসার পাশপাশি স্যানেটারি মিস্ত্রির কাজও করতেন। সম্প্রতি তিনি বালু ব্যবসা শুরু করেন। বুধবার রাত ১০টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। রাতে তিনি ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।