বরপক্ষের গা-ঢাকা, খাবার গেলো এতিমখানায়

ফেনীফেনীতে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন সদরের ইউএনও। এ সময় ঝামেলা এড়াতে গা-ঢাকা দিয়েছে বরপক্ষ। পরে বিয়ে বাড়ির খাবার এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের একাডেমি এলাকায় প্রিন্স কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

ইউএনও মো. মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর মোটবী গ্রামের আবদুল মালেকের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। ওই কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মহিলা অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জন্ম নিবন্ধন কার্ড যাচাই-বাছাই করে দেখা যায় মেয়েটির বয়স ১৫ বছর ১১ মাস ২ দিন।’

ইউএনও বলেন, ‘কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় এ বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং বিয়ের জন্য তৈরি খাবার এতিমখানায় বিতরণ করার নির্দেশ দিয়েছি। বরপক্ষ এ খবর পেয়ে গা-ঢাকা দেয়। ওই কিশোরীকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন তার বাবা।’