বগুড়ায় আমন চাল সংগ্রহ শুরু

চাল (ফাইল ছবি)

বগুড়া সদর উপজেলায় আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের চকসুত্রাপুরের খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিনের সভাপতিত্বে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন জানান, এ বছর রোপা আমন মৌসুমে পুরো জেলায় সরকারিভাবে ৩২ হাজার ৩০৮ মেট্রিক চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সংগ্রহ-মূল্য ধার্য হয়েছে ৩৯ টাকা। সদর উপজেলা খাদ্য গুদামে এক হাজার ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।