গৌরনদীতে মাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বার্থী ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের কলাবাগান থেকে পাঁচশ’ পিস ইয়াবাসহ আশ্রাফ আলী সরদার নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক আশ্রাফ খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। 

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর অভিযানে আটক করা হয় তাকে। সে ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে। এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মামুন-অর-রশিদ বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী  থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে উপজেলার কটকস্থল গ্রামস্থ বার্থী ইউনিয়ন পরিষদের পেছনের কলাবাগানে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে ৫০১ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সাবেক ইউপি সদস্য আশ্রাব আলী সরদারকে আটক করা হয়।

বুধবার দুপুরে আশ্রাফ আলী সরদারকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠায়। আশ্রাফ আলীর বিরুদ্ধে চট্রগ্রামের উখিয়া থানায়, মাদারীপুরের কালকিনি থানায় ও গৌরনদী থানায় ৩টিসহ ৫টি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।