শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনার শ্লোগান নিয়ে ময়মনসিংহে সম্মিলিত সামাজিক আন্দোলন কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেত্রী অহনা নাসরিন, স্বাধীন চৌধুরী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষকনেতা জাফর আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আহম্মেদ প্রমুখ।

এসময় বক্তারা সময়োপযোগী সার্বজনীন শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষা ব্যবস্থা বাণিজ্যিকীকরণ বন্ধ, ও দুর্নীতি প্রতিরোধে সরকারের  প্রতি আহ্বান জানান।

ময়মনসিংহে শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সম্মিলিত সামাজিক আন্দোলনের সহকারী সাধারণ সম্পাদক অহনা নাসরিন দাবি করেন,শিক্ষানগরী ময়মনসিংহে শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণে কিছু স্বার্থপর মানুষ উঠে পড়ে লেগেছে। সরকারি অনুমোদন ছাড়াই নগরীর অলিগলিতে গড়ে উঠেছে কোচিং সেন্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতারিত হচ্ছেন। শিক্ষকের উপযুক্ত মর্যাদা ফিরিয়ে আনতেই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান তিনি।