জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আজ বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ বছর সারাদেশের ১৭২১টি কলেজে মোট এক লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২৯২৯১০১৭ ও ০২৯২৯১০৩৮ নম্বরে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছে।