ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়ায় রাসেল খান (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিটন হাওলাদার নামে একজনকে পুলিশ আটক করেছে। বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব মাটিভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শাহাবুদ্দিন এ খবর নিশ্চিত করেন।

নিহত রাসেল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের প্রয়াত বারেক খানের ছেলে।

গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙা ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, বুধবার রাতে রাসেল স্থানীয় নতুন হাট থেকে ভান্ডারিয়ার পূর্ব মাটিভাঙা গ্রামের সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে ফেলে পালিয়ে যায়।

ওসি মো. শাহাবুদ্দিন জানান, রাসেল ও তার সহযোগীরা ২০১৬ সালে পূর্ব মাটিভাঙা গ্রামে সুলতান হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই ঘটনায় থানায় মামলা হয়।

ঝালকাঠির কাঁঠলিয়া থানার ওসি শওকত আনোয়ার জানান, রাসেল খানের বিরুদ্ধে কাঁঠলিয়া থানায় ৮টি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত ডাকাত।

তবে কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন বলেন, ‘রাসেল খান একজন কৃষক। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বলতে পারছি না।’